| |
|---|
লুতুব আলি, বর্ধমান : পরিবেশের উষ্ণতা কমাতে, মানুষের উষ্ণতা বাড়াতে অগ্রণী শহরের বাগান। আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দেওয়ার উদ্দেশ্যে, বিশিষ্ট সমাজসেবী ও ইউটিউবার ঝঞ্ জিৎ পাল, আন্তর্জাতিক ফেসবুক গ্রুপ শহরের বাগানের প্রতিষ্ঠা করে তার প্রধান এডমিন হিসেবে বর্ধমানের বিজয়া সম্মিলনী এবং গুণীজন সংবর্ধনার জন্য শহরের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়। ২৬ অক্টোবর বর্ধমানের টাউন হলের মুক্ত প্রাঙ্গণে এই বর্ণময় অনুষ্ঠানটি হয়।
রাজ্যের প্রতি শহরেই এরকম বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ দিয়ে ফেসবুক গ্রুপ মিট করেন। তিনি বিশ্বের উষ্ণতা কম হওয়ার জন্য সকল সবুজ প্রেমীদের আহ্বান জানান। মাত্র চার বছর আগে কয়েকজনকে নিয়ে সবুজ পৃথিবী গড়ার শপথ নিয়ে এই মহতী কাজ শুরু করেছিলেন। এখন তাদের পৃথিবীর বিভিন্ন শহরের ফেসবুক গ্রুপের মেম্বার এক লক্ষ ছুঁই ছুঁই। এই কাজে এখন পর্যন্ত ১৬ জন এডমিন নিয়োগ করা হয়েছে। কল্যাণী থেকে আগত এডমিন প্রদীপ দাস বলেন যে, আমাদের প্রধান কাজ হলো বিভিন্ন শহর গুলিতে বিনা পয়সায় মেম্বারদের ফুল ও ফলের গাছ বিতরণ করা। শহরের জায়গা না থাকার কারণে এই ছোট ছোট গাছ বাগানে, বারান্দায়, ছাদে ও বাড়িতে লাগাতে বলেন। এখান থেকে প্রচুর অক্সিজেন পাওয়া যায়। অক্সিজেনের ঘাটতি মেটানো এবং গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবীকে বাঁচানো। এডমিন পীযূষ বাবু, সন্দীপবাবু সহ বিভিন্ন শহরের বিশিষ্টজনেরা সারা বছর ধরে বিভিন্ন শহরে গাছ বিতরণ করে থাকেন। বিভিন্ন শহর থেকে সবুজ মেম্বার আজ উপস্থিত ছিলেন। তারা প্রত্যেককে শহরের বাগানের ব্যাখ্যা করেন এবং বিভিন্ন বিশিষ্ট মেম্বারদের দিয়ে একটি করে ফুল গাছ বিতরণ করেন। বিশিষ্ট অতিথিদের ভার্মি কম্পোস্ট ও ব্যক্তিগত উদ্যোগে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এমন একজন যিনি নিরন্তর গবেষণার মাধ্যমে প্রকৃতি ও পরিবেশকে আমাদের ভাবনায় নতুনভাবে ফিরিয়ে এনেছেন, কোভিড পরবর্তী সংকুচিত জীবনযাপনকে প্রশস্ততর অভিমুখ দিয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়ী ঘরের পাশাপাশি শিক্ষাঙ্গনের বৃহত্তর পরিসরে পড়ুয়া মানসিকতাকে মূল্যবোধে জারিত করতে পেরেছেন তিনি ড. সুভাষচন্দ্র দত্ত, কাঞ্চন নগর দিনোনাথ দাস উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পদপ্রাপ্ত জাতীয় শিক্ষক , শিক্ষারত্নে ভূষিত। তিনি বলেন শহরের বাগানের আজকের ফুল গাছ পরাগ মিলনে মৌমাছি কীটপতঙ্গের সাহায্য কৃষির সাথে সাথে বিশ্ব পরিবেশ ও স্বাস্থ্যকে উন্নত করতে পারে।। বিশিষ্ট গাছ বিশেষজ্ঞ পরিবেশবিদ ও প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী বিশ্বনাথ দাস বলেন, শহরের বাগান প্রদত্ত গাছ পরিবেশের স্বাস্থ্যের উন্নয়নের সাথে সাথে বিশ্বের নীতি প্রণেতাদের পথ দেখাবে। শহরের বাগানের মূল প্রতিষ্ঠাতা, মূল ক্রিকেটার শ্রীযুক্ত পাল দিল্লি থেকে এই প্রতিবেদককে জানান, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি সহ বিভিন্ন দেশের আমাদের এই ভাবনা ও দর্শনকে সাধুবাদ জানিয়েছেন। সবুজান ঘাটালে পরিবেশের ভারসাম্য ফিরবে উষ্ণতা কমাবে অন্যদিকে মানুষের সঙ্গে মানুষের উষ্ণতা বাড়াতে পারে। অনুষ্ঠানের উপস্থিত বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ রুপালী চ্যাটার্জী সকলকে মিষ্টিমুখ করিয়ে শহরের বাগানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


