দক্ষিণ ভারতে বেড়াতে গিয়ে বাস দুর্ঘটনার কবলে পড়লো রায়দিঘীর বৃদ্ধ দম্পতি!

রায়দিঘী,নুরউদ্দিন: দক্ষিণ ভারতে বেড়াতে গিয়ে বিজয়া দশমীর দিন বাস দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন বেশ কিছু পর্যটক। দুর্ঘটনাগ্রস্ত বাসে পশ্চিমবঙ্গের ৭২ জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। তবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২৫ জন পর্যটক। সেই তালিকাতেই রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির এক বৃদ্ধ দম্পতি সুদর্শন বৈদ্য ও ভগবতী বৈদ্য। স্থানীয় কোম্পানিরঠেক এলাকার বাড়িভাঙা আবাদের বাসিন্দা তাঁরা। প্রশাসন সূত্রে খবর, ভাগবতী দেবীর আঘাত কম থাকলেও তাঁর স্বামী সুদর্শন বাবু গুরুতর আহত হয়েছেন। তবে দু’জনেই সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্ঘটনার খবর আসার পর থেকেই উদ্বেগে প্রহর গুনছেন পরিবারের সদস্যরা।

    ওই বৃদ্ধ দম্পতিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য রওনা দিয়েছেন পরিবারের লোকজন৷

     

    দক্ষিণ ভারত ভ্রমণের জন্য একটি টুরঅপারেটরের মাধ্যমে গত ১১ অক্টোবর বাসে করে রওনা দিয়েছিলেন ওই দম্পতি। এরপর গত পরশুদিন রাতে দুর্ঘটনার খবর এসে পৌঁছায় পরিবারের কাছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ৭২ জন পর্যটককে নিয়ে গত পরশুদিন বাসটি তামিলনাড়ুর উটি থেকে মহীশূরের যাচ্ছিল। বান্দিপুর এলাকার কাছে আচমকা বেশ কিছু পথচারী বাসের সামনে চলে আসায় দ্রুত ব্রেক কষেন বাসচালক। এরফলে বাসটি উল্টে যায়। ২৫ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে উদ্ধার করে চামরাজানগরের CMS হাসপাতালে ভর্তি করেন স্থানীয় পুলিশ প্রশাসন। এছাড়া বাকি পর্যটকদের আপতত গুন্ডুলপেটের আম্বেদকর ভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে।

    এই ঘটনার খবর শুনতেই রায়দিঘীর মথরাপুর ২ নম্বর ব্লকের ৩৪ নম্বর জেলা পরিষদের সদস্য উদয় হালদার পর্যটকদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন!

     

    রায়দিঘী থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি!