সরিষা হাই স্কুল মাঠে ১৯তম বর্ষ কৃষি ও স্বনির্ভর মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক আয়োজক সরিষা ভিন্নস্বাদ

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার: প্রতি বছরের ন্যায় এবারও ১৯ তম বর্ষ ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষন তথা এই মেলা কমিটির সম্পাদক সামীম আহমেদ এর ব্যবস্থাপনায় আয়োজক সরিষা ভিন্নস্বাদ সরিষা হাই স্কুল মাঠে কৃষি ও স্বনির্ভর মেলার আয়োজন করা হয়। শনিবার থেকে এই মেলা শুরু হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কৃষি ও স্বনির্ভর মেলা উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এছাড়াও এদিন উদ্ধোধনী অনুষ্ঠানের উপস্তিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার,২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন, ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষন সামীম আহমেদ,১নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী,টাউন যুব সভাপতি সৌমেন তরফদার,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস,অরিন্দম ঘোষ,নীতিশ মোদক,মইদুল ইসলাম, বড় জাহান সহ ডায়মন্ড হারবার বিধান সভার সকল প্রধান উপপ্রধান প্রমুখ। মেলা কমিটির পক্ষ থেকে জানা যায় ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরিষা কৃষি ও স্বনির্ভর মেলা এবছর ১৯ বছরে পদার্পণ করলো।২৩ শে ডিসেম্বর থেকে ৭ ই জানুয়ারি ১৫ দিন ব্যাপী এই উৎসবে থাকছে নানান সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যহ  সন্ধ্যাকালীন অনুষ্ঠানে থাকছে বাংলা চলচ্চিত্রের খ্যতনামা শিল্পিরী‌। মেলায় দর্শনার্থীদের আগমনও চমকপ্রদ।