কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার নেতৃত্বে চলো পাল্টাই প্রস্তুতি সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়

বাইজিদ মণ্ডল মগরাহাট:- কেন্দ্রের বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে পশ্চিম বঙ্গ রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে বিজেপির নারী নারী বিদ্বেষের বিরুদ্ধে চলো পাল্টাই কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি এদিন প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার নেতৃত্বে মগরাহাট পশ্চিম বিধান সভা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য ও নেতৃত্বদের সঙ্গে নিয়ে উস্থী বিধায়ক জনসংযোগ কার্যালয়ে প্রস্তুতি সভা ও বিধায়ক জনসংযোগ কার্যালয় থেকে উস্থি অটো স্ট্যান্ড পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এখানে উপস্তিত ছিলেন প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, মুজিবর রহমান মোল্লা অধ্যক্ষ দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ,সঙ্গীতা হালদার সভানেত্রী এস সি ও বি সি সেল সুন্দরবন জেলা,১ পঞ্চায়েত সমিতি শিক্ষার কর্মাধ্যক্ষ সেলিম খান ,নুর খাতুন বিবি সরদার সদস্যা জেলা পরিষদ,নাজবুল দপ্তরী যুব কার্যকরী সভাপতি মগরাহাট পশ্চিম ব্লক,যুব নেতা সাবিরুদ্দিন পুরকাইত এছাড়াও উপস্তিত ছিলেন মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমস্ত সদস্য ও সদস্যা ও সকল তৃণমূল মহিলা নেতৃত্ব কর্মী সমর্থক প্রমুখ। যুব কার্যকারী সভাপতি নাজবুল দপ্তরী বলেন বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার নেতৃত্বে কেন্দ্রের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এবং এই প্রতিবাদ মিছিলে প্রায় ৫হাজার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক উপস্তিত হয়ে ছিলে ন।