চাঁদমনী বিহারীলাল দাস স্মৃতি ট্রফি ও বিধায়ক কাপ ফুটবল টুর্নামেন্ট

হাসান লস্কর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা : বাঙালির সেরা তুমি ফুটবল, প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্রী পরেশরাম দাস মহাশয়ের উদ্যগে।ফুটবল প্রেমী দর্শকদের অনুরোধে দিনের পরিবর্তে দিবা-রাত্রী ফুটবল টুর্ণামেন্ট শুরু হল আজ,আর সেই উদ্যোগ গ্রহণ করলেন স্বয়ং বিধায়ক।ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের উদ্যোগে ২৩শে ডিসেম্বর ৮ দলের এক মহতী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

    উল্লেখ্য ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্ণামেন্ট।মাতলা ১ ,২ ও দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মিঠাখালী প্রতিলিপি সংঘ আয়োজিত অষ্টম বর্ষের এই নক আউট ফুটবল টুর্ণামেন্টে দেশের বিভিন্ন প্রান্তের ৮ টি ফুটবল দল অংশগ্রহণ করে।উল্লেখ্য ২০২২ এ বাংলাদেশের একটি ফুটবল দল অংশগ্রহণ করেছিল।

    এবার দেশের বিভিন্ন প্রান্তের ‘একতা গ্রুপ ক্যানিং’ , ‘তমলুক ব্ল্যাক হর্স এফসি, ‘এসটি-একাদশ,

    লেকটাউন’ ‘মামণি গ্রুপ পাঠচক্র’ , ‘খাজাবাবা ঘুটিয়ারী’ , ‘এআর-৭ সোদপুর’ তামিম বিল্ডার্স এন্ড গ্যালাক্সি ই-মল’ ঝাঁপা বাদশা পলিথিন কারখানা’ এই ৮ টি ফুটবল দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। প্রতিযোগিতার দুটি সেমিফাইলান অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ ডিসেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর।প্রথম পুরষ্কার থাকছে ১০ লক্ষ টাকা,চাঁদমণি দাস ও বিহারীলাল দাস স্মৃতি সুদৃশ্য ট্রফি এবং মোটর বাইক।দ্বিতীয় পুরষ্কার ৮ লক্ষ টাকা,চাঁদমণি দাস ও বিহারীলাল দাস স্মৃতি সুদৃশ্য ট্রফি ও মোটর বাইক। এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুটি দলের জন্য ১ লক্ষ টাকা ও চাঁদমণি দাস ও বিহারীলাল দাস স্মৃতি সুদৃশ্য ট্রফি।এছাড়াও বিভিন্ন পুরষ্কার রয়েছে।

    এমন ফুটবল টুর্ণামেন্ট প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন, ‘ক্যানিংয়ের বুকে এমন বৃহত্তম ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তাতে করে আমরা গর্বিত।মূলত দিনের আলোয় খেলার জন্য সময় নির্ধারণ করা হয়েছিল।অগণিত ফুটবল প্রেমী দর্শকের অনুরোধে দিন-রাত করতে হয়েছে।এছাড়াও আগামীদিনে এই মাঠে যাতে করে আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্ট করা যায় সেই ব্যবস্থার কথা মুখ্যমন্ত্রীর কে জানাবো ।’

    টুর্ণামেন্ট কমিটির সভাপতি উত্তম দাস জানিয়েছেন, ‘আমাদের এই ‘চাঁদমণি দাস ও বিহারীলাল দাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট খেলার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য আবেদন এসেছিল। আমরা লটারীর মাধ্যমে ৮ টি দল বেছে নিয়েছি।সেই ৮ টি ফুটবল দল প্রতিযোগিতায় খেলবে। ’

    টুর্ণামেন্ট কমিটির সম্পাদক সঞ্জয় বিশ্বাস জানিয়েছেন, ‘বিগত বছরগুলোর ন্যায় এবারও ফুটবল জ্বরে কাঁপছে ক্যানিং মহকুমা শহর।দিন-রাত খেলার জন্য অন্যান্য বছরের তুলনায় এবার ফুটবল খেলায় দর্শকের সংখ্যা কয়েকগুণ বাড়বে আশা করা যায়।’

    অন্যদিকে ২৩শে ডিসেম্বর ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনের আগেই স্পোর্টস কমপ্লেক্স ফুটবল ময়দান কে ঝাঁ চকচকে করে তোলার কাজে হাত লাগিয়েছেন টুর্ণামেন্ট কমিটির সক্রিয় সদস্য শিলাদিত্য রায়,তন্ময় দেবনাথ,তপন জানা,প্রদীপ দাস,বিশ্ব দাস সহ অন্যান্যরা। আজ এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বিষ্ণুপুর তফসিল কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, রায়দিঘীর বিধায়ক অলোক জলদাদা, জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাস কুলতলী বিধায়ক গণেশচন্দ্র মন্ডল বারুইপুর পূর্ব ও পশ্চিমের বিধায়ক উপস্থিত ছিলেন এছাড়া একাধিক বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন।