|
---|
হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা : সবতীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই কথাটা প্রচলিত থাকলেও এই মুহূর্তের জন্য সবতীর্থ একবার গঙ্গাসাগর বার বার। বিগত দিনগুলোতে গঙ্গাসাগর যাওয়ার নাম করলেই বাড়িতে সাজো সাজো রব পড়তো। কিন্তু এই মুহূর্তে দিনের দিন পৌঁছানো যায় গঙ্গাসাগরে। গঙ্গাসাগর যাওয়া হিড়িক লেগেই আছে। গঙ্গাসাগরে যাওয়ার সমস্যা অনেকটা কেটেছে বর্তমান পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের ফলে। হাতে গোনা কয়েকটি দিন পর গঙ্গাসাগর মেলা ২০২৪ প্রশাসনিক বৈঠকে এই গঙ্গাসাগর মেলা নিয়ে সাগরে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দুইজন মন্ত্রী। এই সমুদ্রতটে কয়েক লক্ষ পুণ্যার্থীরা আসবেন পূর্ণ অর্জনের নিমিত্তে। সাগরের তটভূমিতে মানুষের যে জমায়েত হবে তারই পরিকল্পনা করতে এমনই প্রশাসনিক বৈঠক।গঙ্গাসাগরের আজকের মেলায় কাজের অগ্রগতি পরিদর্শন করলেন উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা,
এসপি ওসি এসডিও ওসি কাকদ্বীপ, জি বি ডি এর চেয়ারম্যান সভাপতি, সহকারি সভাপতি সাগর পঞ্চায়েত সমিতি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদে সভাধিপতি এবং সহকারী সভাপতি সহ অন্যান্য একাধিক প্রশাসনিক আধিকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ।