পলিসি টাইমস্ চেম্বার অফ কমার্সের শিক্ষাগৌরব পুরস্কারে সম্মানিত শিক্ষাব্রতী কাজী মুহাম্মদ ইয়াসীন

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদের বহরমপুরে পলিসি টাইমস্ চেম্বার অফ কমার্স আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষাগৌরব পুরষ্কারে সম্মানিত করা হয় মামূন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজী মুহাম্মদ ইয়াসীনকে। হোটেল দ্য ফেম এ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী, বিধায়ক হুমায়ুন কবির, ড. বিষ্ণুপদ নন্দ, অধ্যাপক শ্যামলাল চক্রবর্তী,ইউনিসেফের শিক্ষা বিষয়ক পরামর্শদাতা কমিটির সদস্য মেছবাহার শেখ, স্কুল শিক্ষা বিভাগের প্রাক্তন সহ অধিকর্তা দিব্য গোপাল ঘটক, মামূন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজী মুহাম্মদ ইয়াসীন, বিবিআইটির জগন্নাথ গুপ্ত, মুর্শিদাবাদ এএমইউ ডিরেক্টর নিগমানন্দ বিশ্বাস, শিক্ষাব্রতী সাজাহান বিশ্বাস, বেস আন নূর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা – সম্পাদক খাদেমুল ইসলাম, ড. রাজলক্ষ্মী রায় প্রমুখ। রাজ্যে শিক্ষা বিস্তারে বিশেষ

    পঅবদানের জন্য শিক্ষাবিদ কাজী মুহাম্মদ ইয়াসীন ও জগন্নাথ গুপ্তকে ‘শিক্ষা গৌরব’ এবং ভয়েস পাবলিক স্কুলের সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস ও আলিয়া ইউনিভার্সিটির অধ্যাপক শাহিন সেখ সহ কয়েকজন শিক্ষাব্রতীকে ‘বিদ্যারত্ন’ পুরষ্কারে সম্মানিত করা হয় । অনুষ্ঠানে বিধায়ক হুমায়ুন কবির বলেন, শিক্ষার ব্যাপারে আপনারা আমাকে সব সময় পাশে পাবেন। এই ধরণের অনুষ্ঠানের প্রয়োজন আছে। আজকে এমন অনুষ্ঠানে যোগ দিতে পরে আমি খুবই খুশি। মামূন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজী মুহাম্মদ ইয়াসীন বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা অতি সাধারণ কর্মী। আমরা এমন শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি যেখানে কোনও ধর্ম পড়ানো হয়না। তবে প্রত্যেকের ধর্মের প্রয়োজন আছে। কারণ ধর্মই আমাদের জানাতে সাহায্য করে কোনটা ভালো, কোনটা খারাপ । আর তার জন্য ঈশ্বরমুখী হওয়া দরকার। শিক্ষাবিদ কাজী মুহাম্মদ ইয়াসীন বলেন, প্রতিযোগিতার বাজারে ইংরাজি শিক্ষার প্রয়োজন প্রভূত । তাঁর দাবি, ইংরাজি ছাড়া বাঁচার কোনও পথ নেই। আর ইংরাজি শেখার জন্য ভালো শিক্ষকের প্রয়োজন। ‘কোয়ালিটি এডুকেশন’ বিষয়ক এই আলোচনাসভায় দ্ব্যর্থহীন ভাষায় তাঁর জোরালো সওয়াল , কোয়ালিটি এডুকেশনের পূর্বে জরুরি কোয়ালিফায়েড টিচার।
    অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. বিষ্ণুপদ নন্দ, মুর্শিদাবাদের এএমইউ ডিরেক্টর নিগমানন্দ বিশ্বাস উৎকর্ষ শিক্ষার বিষয়ে তাঁদের অভিজ্ঞতালব্ধ পরামর্শ দান করেন। পলিসি টাইমস্ চেম্বার অফ কমার্সের কর্ণধার মুহাম্মদ আকরম হক অনুষ্ঠানে ধন্যবাদ জানাতে গিয়ে বলেন, চাকরির মাধ্যমে কোনও জাতির আর্থিক পরিবর্তন হয় না। দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে উচ্চ শিক্ষা ও ব্যবসা । পশ্চিমবঙ্গের বহু বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব অনুষ্ঠানে যোগদান করেন।