|
---|
ইসরাফিল বৈদ্য, নিউটাউন : পবিত্র ঈদুল আজহায় সারা দেশে একই দিনে বিপুলসংখ্যক পশু কোরবানি হয়। উক্ত দিনে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে পঃবঃ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি থানায় সমাজের সর্বস্তরের মানুষের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার উঃ ২৪ পরগনা জেলার বিধাননগর কমিশনারেটের উদ্যোগে রাজারহাট নিউটাউন থানার উদ্যোগে মিটিং অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে ঈদের দিন এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে। নানা কারণে পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা করা একটি সমস্যা হয়ে ওঠে। তাই সবার উচিত যেখানে-সেখানে পশু জবাই করার প্রবণতা ত্যাগ করা। কোরবানির পর পশুর রক্ত, মলমূত্র, হাড় ইত্যাদি ধুয়ে-মুছে পরিষ্কার করা, নিজ নিজ লোকালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। কোরবানির পশুর চামড়া কেনাবেচার ক্ষেত্রেও সততাণ্ডশৃঙ্খলা নিশ্চিত করতে হবে, যেন কোনো ধরনের অসদুপায় বা কারসাজির সুযোগ কেউ না পায়।
উক্ত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি বিধাননগর, রাজারহাট নিউটাউনের বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়,স্থানীয় জেলা পরিষদের সদস্য তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর,আইসি রেজাউল কবীর, মাওঃ গোলাম মোস্তফা, মাওঃ মোঃ বাকি বিল্লাহ সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি, ইমাম মোয়াজ্জেম প্রমুখ।