বি এস অটোমোবাইলের স্মার্ট ইভি স্কুটি শোরুমের শুভ উদ্বোধন হয়

নূর আহমেদ : মেমারির কদম পুকুর চাকতিপাড়া এলাকায় মেমারি- সাতগেছিয়া রোডের পাশে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ বি এস অটোমোবাইলের স্মার্ট ইভি স্কুটি শোরুমের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা মেমারি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি দুটি কোম্পানির ইলেকট্রিক স্কুটির একাধিক মডেল এদিন এই শোরুমে লঞ্চ করা হয়। এবং এই দুটি মডেলের বিস্তারিত জানালেন ইলেকট্রিক বাইক কোম্পানির এক আধিকারিক। বর্তমানে আকাশছোঁয়া তেলের দাম। সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটি একবার ফুল চার্জে প্রায় ৭০ কিলোমিটার থেকে ১৭০ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। এবং ব্যাটারি চার্জের জন্য ইলেকট্রিক খরচ খুবই সাশ্রয় হবে। এটা সত্যিই মেমারি বাসির পক্ষে একটা সুখবর এমনটাই জানালেন মেমারি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত।

    বর্তমানে বাজারে যে সকল ব্যাটারি স্কুটি এসেছে তার বেশিরভাগটাই চায়না প্রোডাক্ট। এই প্রথম কোন ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্যাটারি চালিত স্কুটি সেদিন লঞ্চ করলো সারা রাজ্যের মধ্যে এই মেমারির বিএস অটোমোবাইল শোরুমে। এবং এই শোরুমে ব্যাটারি চালিত স্কুটির সমস্ত ধরনের স্পেয়ার পার্টস পাওয়া যাবে এবং সার্ভিসিংয়েরও সুব্যবস্থা থাকছে। পাশাপাশি ফাইনান্সেরও সুবিধা রয়েছে এই শোরুমে। এমনটাই জানানো হয় বিএস অটো মোবাইলের স্মার্ট ইভি স্কুটি শোরুমের কর্ণধার মোহাম্মদ রহমত ইলাহি যিনি মেমারী বাসীর কাছে বিট্টুদা নামে পরিচিত। এই উদ্বোধনী অনুষ্ঠানে ব‍্যাপক মানুষের সমাগম হয়। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন,শোরোমের কর্ণধার ও তাঁর পরিবারের সদস্যরা।