|
---|
সেখ আব্দুল আজিম -চন্ডীতলা বর্তমানে যখন বাংলার আকাশে বাতাসে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এক শ্রেণীর সাম্প্রদায়িক রাজনৈতিক দল, ঠিক তখনই সম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে হাজির হল চন্ডীতলা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। চন্ডীতলা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পরিচালনায় চন্ডীতলা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ মইদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় ও হুগলি -শ্রীরামপুর সাংগাঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আব্দুল জব্বারের অভিভাবকত্বে অনুষ্ঠিত হল দিবারাত্রি ব্যাপী ফুটবল প্রতিযোগিতা সম্প্রীতি কাপ নবাবপুর হাই মাদ্রাসার ফুটবল মাঠে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং অভিনেত্রী সায়নী ঘোষ, উপস্থিত ছিলেন চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার, যুবনেতা শুভদীপ মুখার্জি সহ বিশিষ্ট গুনীজন ব্যক্তিরা। এই মহতী অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও প্রাণ ভোমরা হলেন চন্ডীতলা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ মইদুল ইসলাম। এই সম্প্রীতি কাপে চ্যাম্পিয়ন হন অমর স্পোটিং ক্লাব মোল্লারচক এবং রানার্স খেতাব অর্জন করে সিংহ জোড় এস এইচ এম ইয়ং স্পোটিং ক্লাব।এই ফুটবল প্রতিযোগিতা কে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।