|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচোল:১৮ ই মে
লকডাউনের মধ্যে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের গ্রামবাসীদের উদ্যোগেই রাখা হয়েছে চাঁচল ২ নং ব্লকের রামপুর প্রাইমারি স্কুলের কোয়ারান্টাইন সেন্টারে।
তৃতীয় দফার লকডাউন শেষ চতুর্থ দফার লকডাউন ঘোষণার পরেই CITU জেলা কমিটির সদস্য মেহবুব আলম চৌধুরীর সহযোগিতায় ও চাঁচোল বামফ্রন্ট যুব ফেডারেশন DYFI লোকাল কমিটির তরফে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে রবিবার। উপস্থিত ছিলেন DYFI চাঁচোল লোকাল কমিটির সৌম্যশ্রী সাহা, মনোয়ার আলী, শিক্ষক পার্থ সরকার। তারা নিজ হাতে চাল, ডাল,আলু পেয়াজ,সরষে তেল ও সাবান দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের হাতে বলে খবর।
খাদ্য সামগ্রী পেয়ে খুশি পরিযায়ী শ্রমিকরা। এই উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরাও। জেলা কমিটির সদস্য জিয়াউল আনসারি জানান, আমরা জানতে পারি রামপুরে গ্রামবাসীদের উদ্যোগেই কোয়ারান্টাইন সেন্টার চালাচ্ছেন তারা। তাই আমাদের DYFI লোকাল কমিটির তরফে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। পরবর্তীতে আরোও সাহায্য করা হবে বলে জানিয়েছেন চাঁচোল DYFI লোকাল কমিটি।