বহু শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরছেন আশ্রয় নিচ্ছেন বিভিন্ন করেন্টাইন সেন্টারে।

মোথাবাড়ি: কালিয়াচক-2 ব্লকের বহু শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরছেন। আশ্রয় নিচ্ছেন এলাকার বিভিন্ন করেন্টাইন সেন্টারে। এই সেন্টারগুলি জীবাণু মুক্ত করতে উদ্যোগী বাবলা কমলপুরের বাসিন্দা হাসিমুদ্দিন আহমেদ । তিনি রথবাড়ি গ্রামপঞ্চায়েতের সদস্য। রবিবার রথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার আইডিয়াল মাদ্রাসা করেন্টাইন সেন্টার , ভাগবতীপুর প্রাইমারি স্কুল, মান্নুটোলা প্রাইমারি স্কুল ও পথ চলতি বাবলা স্ট্যান্ড ও বাজারে সানিটাইজার নিজের হাতে করলেন । এই করেন্টাইন সেন্টারগুলিতে মাস্ক এর প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করে পরিযায়ী শ্রমিকদের মধ্যে রাজ্যসভার সাংসদ মৌসম নূরের পাঠানো মাস্ক বিতরণ ও করা করেন। নিজে উপস্থিত ছিলেন না মৌসম তবে পঞ্চায়েত সদস্য হাসিমুদ্দিন এই মাস্ক তুলে দেন পথ চলতি অনেকে হাতে।