|
---|
মালদা: আবারো বিপুল পরিমানের শব্দবাজি উদ্ধার ইংরেজবাজার থানার নেতাজি পৌর বাজার এলাকা থেকে। মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে ইংরেজবাজার শহরের নেতাজি পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে শব্দবাজি সহ তিনজনকে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ।
বুধবার ধৃতদের কে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান ধৃতদের নাম সুশান্ত মন্ডল তার বাড়ি মানিকচকের যোগিনী গ্রাম এলাকায়, রাজেশ মন্ডল তার বাড়ি রাজমহলের কামরায় এলাকায়, দিলদার হোসেন তার বাড়ি ইংলিশ বাজারের কমলাবাড়ী এলাকায় , ।তাদের কাছ থেকে উদ্ধার হয় আট কাটুন শব্দবাজি। উদ্ধার হওয়া শব্দবাজি গুলির বাজারমূল্য প্রায় 2 লক্ষ টাকা । অভিযুক্তদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।