|
---|
মালদা: ডলফিনের মত বিরল প্রজাতির বিশাল আকৃতির মাছ উদ্ধার হল কালীন্দ্রি নদীতে। মালদার মানিকচক ও পুখুরিয়া থানার অর্ন্তবর্তী নদীতে জেলেদের জালে ওই মাছ উদ্ধার হয়েছে। বিরল প্রজাতির মাছ দেখতে সকাল থেকে নদীঘাটে ভীর গ্রামবাসীর। ঘটনায় খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বেশ কিছু জেলে মাছ ধরার সময় জাল টানছিলেন। সেই সময় তারা এই বিশাল আকৃতির বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে পাই। যদিও তারা দীর্ঘ খন চেষ্টা করে এই বিরল প্রজাতির প্রাণীটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার খবর গ্রামের মধ্যে পৌঁছাতে ঝাঁকে ঝাঁকে উৎসাহী মানুষ এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখার জন্য আসতে থাকে। ঘটনার খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তরের কর্মীরা এসে প্রাণিটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেরোয়ার জানান, গঙ্গা ও কালিন্দ্রী মধ্যে কানেক্ট রয়েছে। আর সেই কারণেই বেশ কয়েক দিন ধরে জল বৃদ্ধি হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই ওই বিরল প্রজাতির প্রাণী কালিন্দ্রীতে ঢুকে পড়েছে। এদিন জেলেরা মাছ ধরছিল তাদের জালে এই মৃত ডলফিনের মত বিরল প্রজাতির প্রাণী ধরা পড়েছে। বনদপ্তরের কর্মীরা এসে তাকে নিয়ে গিয়েছে। আর এত বড় বিরল প্রজাতির প্রাণীর দেখার জন্য উৎসাহী মানুষেরা ভিড় করছে। কারণ এর আগে এই ধরনের প্রাণী কখনো এই নদীতে দেখা যায়নি।
বনদপ্তরের আধিকারী প্রদীপ গোস্বামী জানান, এটা হচ্ছে সুসক (গ্যাঞ্জিটিক ডলফিন)। সাধারণত এগুলো গঙ্গা নদীতে দেখা যায়। এখানে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। গ্যাঞ্জিটিক ডলফিন সাধারণত গঙ্গা নদীতে দেখা যায়। আমাদের এখানে গঙ্গা নদীতে প্রচুর রয়েছে। কালিন্দ্রী নদীতে দেখতে পাওয়ার রেকর্ড খুব কম রয়েছে। এখানে যে পাওয়া গেছে এই বিষয়টি নিয়ে আমরা আরও গুরুত্ব সহকারে দেখব কিভাবে এই নদীতে প্রাণীটি আসলো। এই ধরনের প্রাণী দের কে বাঁচানোর জন্য মানুষদের মধ্যে সচেতনতা শুরু হয়েছে। আমরাই মৃত গ্যাঞ্জিটিক ডলফিনটিকে উদ্ধার করে যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কাজ করা হবে।