আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসে জোরালো বার্তা

কলকাতা, ১৮ ডিসেম্বর : আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে বেঙ্গল মাইনরিটি ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস-এ এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা গাড়ি জাবেদ আলীর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় সংখ্যালঘু অধিকার, মানবাধিকার, সামাজিক ন্যায় ও সম্প্রীতির প্রশ্নে একাধিক তাৎপর্যপূর্ণ বক্তব্য উঠে আসে। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট অতিথি, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী এবং সংগঠনের সভাপতি, সম্পাদক ও অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। বেঙ্গল মাইনরিটি ফোরামের সাধারণ সম্পাদক সিয়ামত আলী বলেন,

    “সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা আজ গুরুতর চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে ওয়াকফ সম্পত্তি দখল, অপব্যবহার ও অব্যবস্থাপনার ফলে সংখ্যালঘু সমাজের শিক্ষা, ধর্মীয় ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়ে অবিলম্বে কঠোর ও স্বচ্ছ সরকারি পদক্ষেপ গ্রহণ করা জরুরি।” বিশেষ করে ওবিসি সমস্যা সমাধান যদি সরকার মনে করে তাহলে দ্রুত সমাধান করতে পারে।

    অনুষ্ঠানের সভাপতি ও হিঙ্গলগঞ্জ কলেজের প্রিন্সিপাল ডক্টর শেখ কামাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন,
    “বর্তমান সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি ওবিসি শ্রেণির মানুষও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। ওবিসি সংরক্ষণ, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে যে জটিলতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দ্রুত দূর করতে না পারলে সামাজিক ভারসাম্য নষ্ট হবে। সরকারকে অবিলম্বে এই সমস্যাগুলির স্থায়ী সমাধানে এগিয়ে আসতে হবে।”

    অনুষ্ঠানে উপস্থিত ফুরফুরা শরীফের পীরজাদা শাওবান সিদ্দিকী বক্তব্যে বলেন, ওয়াকফ সম্পত্তি মূলত গরিব, এতিম, শিক্ষা ও ধর্মীয় উন্নয়নের জন্য নির্ধারিত। সেই সম্পত্তি রক্ষা করা মানে সংখ্যালঘু সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করা। একইসঙ্গে ওবিসি সম্প্রদায়ের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা অসম্ভব।

    বেঙ্গল মাইনরিটি ফোরামের সভাপতি আইনজীবী শেখ মইনুল হক
    ওয়াকফ সম্পত্তির পূর্ণাঙ্গ ডিজিটাল তালিকা প্রণয়ন, অবৈধ দখল উচ্ছেদ, ওয়াকফ বোর্ডের স্বচ্ছতা বৃদ্ধি এবং ওবিসি সংক্রান্ত সমস্ত জটিলতা দ্রুত নিষ্পত্তি করে ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

    সহ-সম্পাদক আবু সিদ্দিক খান সভা শেষে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষার শপথ গ্রহণ করা হয়। বেঙ্গল মাইনরিটি ফোরামের পক্ষ থেকে জানানো হয়। আগামী দিনগুলিতেও সংখ্যালঘু অধিকার, ওয়াকফ সম্পত্তি সুরক্ষা ও ওবিসি সমস্যার সমাধানে ধারাবাহিক আন্দোলন ও গণসচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
    উপস্থিত ছিলেন মিলি কাউন্সিলের সম্পাদক সাউদ আলম , নবাবীয়া মিশনের সম্পাদ ক সাঈদ আখবার,ইমরান হোসেন, এহতে সামুল হক, ফরিদ খান, আনোয়ার শাহ, জাকির হোসেন,তার সেম সিং, জাবেদ আলী, শাবানা পারভীন, অধ্যাপক তৌসিফ আহমেদ, মীর আজহারউদ্দিন, এস কে নুর আলী, আবুল কালাম, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাফরুল ।

    নতুন গতি

    News Publication