ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন রাজ্য শাখা ও আঞ্চলিক শাখার উদ্যোগে শিশুদের বিনামূল্যে মুখ পরীক্ষা ও সচেতনতা শিবির

নতুন গতি প্রতিবেদক: ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন রাজ্য শাখা ও আঞ্চলিক শাখার উদ্যোগে রাজ্য জুড়ে প্রায় ২০ টি বিদ্যালয়ে প্রায় ৫ হাজার শিশুর বিনামূল্যে মুখ পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ।
উল্লেখ্য আই ডি এ কলকাতা ও শহরতলি শাখার উদ্যোগে এক মানবিক প্রয়াস নেওয়া হয়, লাইট হাউস ফর ব্লাইন্ড স্কুল-এ প্রায় ১০০ টি বাচ্চার মুখের পরীক্ষা করার মাধ্যমে। 
ওম্যান ডেন্টাল অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ডিফ স্কুলে প্রায় ৮০ টি শিশুর পরীক্ষা করা হয়। আই.ডি.এ রাজ্য শাখার সম্পাদক ডাঃ রাজু বিশ্বাস জানান, “মুখ ও দাঁতের স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে নিয়মিত ব্রাশ করা ও মুখের যত্নের উপর। সারাবছর রাজ্য জুড়ে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা শিবিরের মাধ্যমে আই.ডি.এ সমাজের প্রতিটি স্তরে সেই বার্তাই পৌঁছে দেওয়া হয় ।আর শিশুরাই সমাজের ভবিষ্যৎ । তাই শিশুদের মুখ স্বাস্থ্যের বিষয়ে সচেতন করাই আমাদের লক্ষ্য ।”