|
---|
নুরউদ্দিন : রায়দিঘী,পথ দুর্ঘটনায় এড়াতে এবার মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ক্রমাগত সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচার চালিয়ে যাচ্ছেন রাজ্য পুলিশ। ২০১৬ সালে ৮ই জুলাই পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবছর তা ১০ম তম বর্ষে পদার্পণ করল সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। সোমবার দিন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের সুন্দরবন পুলিশ জেলার তত্ত্বাবধনে এবং রায়দিঘী থানার আই সি মানস চট্টোপাধ্যায়ের উদ্যোগে পালিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। উপস্থিত ছিলেন মথরাপুর ২ নম্বর ব্লকের ব্লক আধিকারিক নাজির হোসেন, রায়দিঘী থানার আইসি মানস চট্টোপাধ্যায়, রায়দিঘীর বিধায়ক অলক জলদাতা ও রায়দিঘী থানার পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা। এদিন কোম্পানিরঠেক বাজার চত্বরে প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি পথ চলতি বাইক আরোহীদের মধ্যে সচেতনতা করা হয় রায়দিঘী পুলিশের পক্ষ থেকে।