|
---|
১১ ই ডিসেম্বর, মেদিনীপুরঃ মেদিনীপুর শহরের যুব তৃনমুলের ডাকে ও মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতি ও লাগাম ছাড়া দ্রব্য মূল্য বৃদ্ধি ও কৃষি আইন বিল প্রত্যাহারের সঠিক পদক্ষেপ গ্রহনের দাবিতে মহামিছিল অনুষ্ঠিত হলো। আজকের মিছিল থেকে মেদিনীপুর এর বিধায়িকা জুন মালিয়া কৃষক আন্দোলনের মতো তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা পৌরসভার ভোটে মেদিনীপুরে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় আহ্বান জানান ও জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ যুব দের ডাক দেন আগামী লোকসভায় বিজেপির বিরুদ্ধে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার যে সমস্যা হচ্ছে, সেই ক্ষোভের প্রতিফলন ভোটবাক্সে করাতে হবে। উল্লেখ্য কয়েকদিন আগেই মেদিনীপুর শহরের যুব তৃনমুলের কনভেনার হিসাবে প্রসেনজিৎ পান্ডব ও সুভাষ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়। আজকের মিছিলে জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়িকা উত্তরা সিংহ,কর্মাধ্যক্ষ নেপাল সিংহ,রাজ্য নেতৃত্ব প্রদ্যোত ঘোষ, মহিলা জেলা সভানেত্রী কল্পনা শীট,শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ অনান্য জেলা ও শহরের দল ও যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন।