|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: স্কুল খোলার দাবিতে কলকাতার ৩ জায়গায় বিক্ষোভ ছাত্র পরিষদের। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদের সদস্যরা। বিক্ষোভ দেখানো হয় করুণাময়ী মোড়, সিটি সেন্টারের সামনে।
শুধু ছাত্র পরিষদই নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুল খোলার দাবিতে এদিন বিক্ষোভ দেখায় একাধিক ছাত্র সংগঠন। আন্দোলনে নামে এবিভিপি থেকে এসএফআই। সল্টলেকে বিকাশ ভবনের সামনে স্কুল খোলার দাবিতে ক্ষোভ দেখায় এবিভিপি। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
কোথাও জেলাশাসকের দফতরে ঢুকে চলল বিক্ষোভ। কোথাও ডিএম অফিসে ঢুকতে, ভাঙার চেষ্টা করা হল মেন গেট। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঁচিল টপকে ঢুকলেন বিক্ষোভকারীরা। জেলায় জেলায় অবরুদ্ধ হল রাস্তা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। কোথাও আবার পাল্টা লাঠি চালাল পুলিশ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে SFI-এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে সোমবার উত্তেজনা ছড়াল জেলায় জেলায়।
এদিন উত্তর চব্বিশ পরগনার বারাসাতে, মিছিল করে জেলাশাসকের দফতরে যান SFI-এর নেতা, সদস্যরা। বিক্ষোভকারীরা সিড়ি দিয়ে দোতলায়, জেলাশাসকের ঘরের দিকে এগোতেই আটকে দেন ডিএমের নিরাপত্তারক্ষীরা। বারাসাত থানা থেকে চলে আসে আরও পুলিশ। জেলাশাসকের সঙ্গে দেখা করতে না দেওয়ায় সিড়িতেই বসে পড়েন বিক্ষোভকারীরা। এরপরই পুলিশ ও ডিএম-এর নিরাপত্তারক্ষীরা ধাক্কা মারতে মারতে বিক্ষোভকারীদের নিচে নামিয়ে দেয়। লাঠিচার্জও করে পুলিশ। এরপর চাপাডালি মোড়ে যশোর রোড অবরোধ করে SFI। সেখানে সাতজনকে আটক করে পুলিশ। অবরোধ ওঠার পর, বারাসাত থানায় যান বিক্ষোভকারীরা।