৩ তারিখ থেকে খুলছে রাজ্যের স্কুল কলেজঃ পাশাপাশি চলবে পাড়ায় পাঠশালাওও

মহিউদ্দীন আহমেদ: আগামী ৩ রা ফেব্রুয়ারী থেকে খুলছে রাজ্যের স্কুল। সাধারন স্কলের পাশাপাশি পলেটেকনিক, আইটিআই সবই খুলবে। তবে অষ্টম শ্রেনী থেকে খোলা থাকবে স্কুল। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পঞ্চম থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত, ছোটদের জন্য চলবে পাড়ায় পাড়ায় পাঠশালা। মাষ্টারমশাইরা পাড়ায় পাড়ায় গিয়ে পড়াবেন।

    রাজ্যে স্কুল খোলার জন্য আন্দোলনে নামছিলো বিরোধী দলগুলো। সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই আন্দোলন করে রাস্তায় নেমে। শিক্ষক, ছাত্রদের একাংশও চাইছিলেন স্কুল খুলুক। তারপরই রাজ্যের সিধান্তে খুশী তারা। অন্যদিকে রেস্টুরেন্ট, বার, সিনেমা হল, মিটিং সভা সেমিনারে সিটিং ক্যাপাসিটির উপর ৭৫ শতাংশ ছাড় দিয়ে সব খোলার অনুমতি দেওয়া হয়েছে। লোকাল ট্রেন রাত দশটার পরাবর্তে ১১ টা করা হয়েছে। রাত ১১ টা থেকে ভোর পাঁচটা সব কিছু বন্ধ রাখা হবে ।

    নবান্নে সাংবাদিক সম্মেলনের সময়ে মুখ্যমন্ত্রী এদিন দুটি নতুন স্কীমের কথাও ঘোষনা করেন। স্টুডেন্টস ইনটার্নসিপ স্কীম ও জয় হিন্দ বাহিনী। স্টুডেন্টস ইনটার্নশিপ স্কীমে সরকারী প্রকল্পের কাজ কর্ম বিভিন্ন সরকারী দফতরে করতে পারবেন ছাত্ররা। বছরে ৬০০০ জনকে নিয়োগ করা হবে। মাসিক সাম্মানিক ভাতা দেওয়া হবে ৫০০০ টাকা। মুখ্যমন্ত্রীর এই ঘোষনায় খুশি ছাত্র-ছাত্রীরা।