|
---|
আয়ুব আলি, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪পরগনা জেলার শিবদাসপুর পুলিশ স্টেশনে ১৮ ই জুলাই ২০২৫ শুক্রবার রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। এই শিবিরে ৪৫ জন রক্তদান ও ৪৫ জন চোখের পরীক্ষা করেন। শিবদাসপুর পুলিশ স্টেশনে র অফিসার-ইনচার্জ সমীর দাস সহ শিবদাসপুর থানা র সমস্ত আধিকারিক গন উপস্থিত ছিলেন। এই শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত হয়েছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেট এর অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ,নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় ও আরো বিশিষ্টজন।