স্মরণে মননে সলিল চৌধুরী

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : সৃজন সাথী শিল্পচর্চা কেন্দ্রের উদ্যোগে গত ১৫ ই ডিসেম্বর ২০২৫ নলিনী গুহ সভা ঘরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই বছর ছিল প্রখ্যাত গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ । সুজাতা ঘোষ তার বক্তব্যে বাংলা সংগীত জগতে সলিল চৌধুরীর অবদানের আলোকিত অধ্যায় কে তুলে ধরেন। কবিতা,নাচ ,গান ও শ্রুতি নাটকে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন করা হয়। এ দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: নজরুল ইসলাম ,ড: কুমুদ গুপ্তা, সুনীল বণিক , মানসী রায় চট্টোপাধ্যায় , কৌশিক গাঙ্গুলি ও ডা: আসাদ আলী। এদিনের আজীবন শিল্প সাহিত্য চর্চার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয় ১২৫ টা

    বইয়ের রচয়িতা ড: নজরুল ইসলাম , ড: কুমুদ গুপ্তা ও বাচিক শিল্পী সুনীল বণিক মহাশয় কে।

    এদিনের অনুষ্ঠানে সেরার সেরারা হলেন
    আবৃত্তিতে পূর্ণিমা চক্রবর্তী ,নাচে: পায়েল চক্রবর্তী ,কবিতা গানের যুগলবন্দী তে: সুতপা ধর চ্যাটার্জী ও শর্মিষ্ঠা সেনগুপ্ত। শ্রুতি নাটক পরিবেশনায় ছিলেন দিলীপ কুমার মিত্র (একক),শিপ্রা চক্রবর্তী ( একক) লোপা চক্রবর্তী ও অভিজিৎ বিশ্বাস। সৌমি হাইত ও অনিন্দ্য মুখার্জী। একক সঙ্গীত পরিবেশনে সংযুক্তা ভট্টাচার্য, শুভজিৎ বসু , রুপম লাহা ও মৌসুমী সরকার। সমবেত সঙ্গীতে ছিলেন
    কাকলি মল্লিক, রুপম লাহা, করবী লাহা, অরুণিমা ভট্টাচার্য, শ্রাবণী বহাল,কাকলি সরকার, ও পপি চ্যাটার্জী।দেবযানী ঘোষাল, গোপা চক্রবর্তী, রূপালী সাহা, দিপালী পাল, চৈতালি পাল, কুমকুম দাস, ও ইন্দ্রানী দাস। কবিতা কোলাজ পরিবেশন করেন রাখি পাত্র নস্কর, সুস্মিতা সেনগুপ্ত, মৌমিতা সেনগুপ্ত,ও সুস্মিতা দাস চৌধুরী।মৌসুমী বিশ্বাস, রুপা দত্ত চৌধুরী, স্বপ্না দত্ত চৌধুরী ও মিঠু কোলে,দেবযানী চক্রবর্তী, বর্ষা বড়াল শীল, কাকলী শিকারী, তপতী ভট্টাচার্য ও জয়তী ভট্টাচার্য।অন্যান্য শিল্পীরা হলেন সুবর্ণা সাহা , অসীমা সরকার মঞ্জু মল্লিক , দেবশ্রী কর,ঐশী কর , রুমা সেন , পারিজাত চৌধুরী, দীপিকা মিশ্র শংকর কুমার রায় ,বিপুল পাল চৌধুরী , সোভালি চক্রবর্তী দেবপ্রীতি শর্মা ,অঙ্কিতা বিশ্বাস মিতা সেন, প্রদীপ সিদ্ধা , গৌতম দত্ত । প্রত্যেক অতিথি ও শিল্পীদের মেমেন্টো , সার্টিফিকেট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুজাতা ঘোষ।

    নতুন গতি

    News Publication