|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:রবিবার বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বর্ধমানের বৈদ্যনাথ কাটরায় ‘দুই পৃথিবী’ কফি হাউসে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন । বর্ধমান প্রেস ক্লাব সূত্রে জানা যায়,১০ জন মহিলা ও ৬০ জন পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন। যারা রক্তদান করছেন তাদের হাতে একটি করে শিশু টগর গাছ তুলে দিয়ে হয়। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, বিশিষ্ট সমাজসেবী উত্তম সেনগুপ্ত, খোকন দাস, বর্ধমান আদালতের প্রবীণ আইনজীবী উদয় কোনার , সমাজসেবী শিবশঙ্কর ঘোষ,সমাজসেবী সফিকুল ইসলাম, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ‘গাছমাস্টার’ অরূপ চৌধুরী,সংগঠনের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যা ক্লাবের সাধারণ সম্পাদক ঋষিগোপাল মন্ডল প্রমুখ। প্রেস ক্লাবের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।