|
---|
নূর আহমেদ,মেমারি : ১৪ অক্টোবর সিপিআইএম মেমারি ১ পূর্ব এরিয়া কমিটির দেবীপুর ১ শাখার প্রবীন সদস্য কমরেড জানকীনাথ মুখোপাধ্যায় বুধবার দুপুর ১-৩০ মিনিটে প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮২ বছর। তিনি মেমারি ১ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মোবারকপুর গ্রামের ১৭/৫/১৯৪২ জন্মগ্রহণ করেন। কমরেড জানকীনাথ মুখোপাধ্যায় কৃষক আন্দোলনের মধ্য দিয়ে পার্টিতে আসেন। ১৯৮৫ সালে তিনি পার্টির সদস্যপদ অর্জন করেন। তিনি এলাকার দুটি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ বছর শিক্ষকতা করেন। তিনি আমৃত্যু নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য ছিলেন। তার মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান দেবীপুর ১ শাখার প্রবীণ সদস্য কমরেড শংকর কর্মকার, সন্দীপ চক্রবর্তী, হারুক্ষেত্রপাল, লক্ষীকান্ত বাগ প্রমুখ। তিনি মৃত্যুকালে রেখেগেলেন স্ত্রী, দুই পুত্র ও পুত্রবধু এবং এক নাতনী।