বস্ত্রবিতরণ মেমারিতে

নূর আহমেদ,মেমারি : ১৪ অক্টোবর মহালয়ার পূর্ণ্যলগ্নে মেমারি সফটওয়ার কম্পিউটার ট্রেনিং সেন্টার এসটিসির উদ্যোগে নতুন বাসষ্ট্যান্ডে বস্ত্রবিতরণ করা হয়। প্রায় ১০০ গরীব মানুষদের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয় এবং মিস্টিমুখ করানো হয়। সংস্থার কর্ণধার দেবাশীষ কোলে জানান প্রায় ৫ বছর ধরে কম মূল্যে কম্পিউটার শিক্ষার পাশাপাশি সমাজসেবামূলক কাজ করে চলেছে। আগামী দিনে আরও এই ধরনের কাজ করতে আগ্রহী তিনি। এদিন বস্ত্রবিতরণের পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের নিয়ে গঠিত মেমারি প্রেস ক্লাবের সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়।