শিশির নায়েক স্মৃতি চার দলীয় ফুটবল প্রতিযোগিতা

সেখ সামসুদ্দিন, ৭ জুলাইঃ দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের উপদেষ্টা কমিটির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্নের নেতা ও পরবর্তীতে মেমারি পৌরসভার কাউন্সিলর প্রয়াত শিশির নায়েকের স্মরণে চার দলীয় ফুটবল প্রতিযোগিতা করা হয়। প্রয়াত শিশির নায়েকের জন্মদিন উপলক্ষ্যে দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে খাঁড়ো ফুটবল মাঠে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি হল মেমারি থানা একাদশ, ড্রিম স্টার ফুটবল একাডেমি, ঝাপানডাঙা ফুটবল একাডেমি ও শ্রীরামপুর ফুটবল একাডেমি। মাঠে শিশির নায়েকের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা জানান শিশির নায়েকের দুই কন্যা শর্মিষ্ঠা নায়েক ও শিল্পী নায়েক, প্রয়াত ডাঃ বিপ্লব চ্যাটার্জীর পিতা তথা সমাজসেবী গৌতম চ্যাটার্জী, মেমারি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেখ ইউসুফ, প্রথম খেলায় দুই দলের অধিনায়ক, রেফারি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেমারি থানা একাদশ, ও ঝাপানডাঙা ফুটবল একাডেমি। ২-০ গোলে মেমারি থানা জয়ী হয়ে ফাইনাল খেলায় এগিয়ে যায়। দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে ড্রিম স্টার ফুটবল একাডেমি ও শ্রীরামপুর ফুটবল একাডেমি এবং ট্রাইবেকারে খাঁড়ো যুবক সংঘের ড্রিম স্টার ফুটবল একাডেমি জয়ী হয়ে ফাইনালে ওঠে। বৃষ্টি বিঘ্ন পরিবেশে চূড়ান্ত প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাইবেকারে ড্রিম স্টার ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন ও মেমারি থানা একাদশ রানার্স ট্রফি জয়লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় রবিন হেমরম ও সেরা গোলকিপার সম্মান অর্জন করে মীরাজ লায়েক। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন সিঁদুর অপারেশনের দুই বীর সেনা মেমারির গৌরব সেখ মহঃ ইমরান ও অলোক ঘোষ, শচীন তেন্ডুলকর ও অমিতাভ বচ্চনের হাতে পুরস্কার প্রাপ্ত টেনিস ক্রিকেটার সাগর আলী, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, স্বর্গীয় শিশির নায়েকের স্ত্রী সহ দুই কন্যা, যুবক সংঘের সভাপতি সেখ সামসুদ্দিন, সম্পাদক সহ সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতার সফলতায় মাঠে ছিলেন ড্রিম স্টার ফুটবল একাডেমির দুই কোচ পার্থ পাল ও প্রমোদ ভট্টাচার্য্য, টিপু সুলতান, সেখ সবুর উদ্দিন, তারকনাথ সাহা প্রমুখ।