|
---|
সেখ সামসুদ্দিন, ১৪ জুলাইঃ উত্তর পাড়া থেকে শুভ্রনীল ঘোষ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সূচনা করা হয় ১৩ জুলাই সান্ধ্যকালীন এক সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকাতার প্রাক্তন শেরিফ, সুচিকিৎসক, প্রাক্তন আইএমএ-র স্টেট প্রেসিডেন্ট, বহু গ্রন্থের রচয়িতা ও সর্বভারতীয় যাদব মহাসভার সভাপতি ডাঃ স্বপন কুমার ঘোষ, বিশেষ অতিথি নদিয়া থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকা রত্না দত্ত বনিক, বিশিষ্ট সংগীত শিল্পী বিভবেন্দু ভট্টাচার্য্য, গজল গায়ক কৃষ্ণেন্দু ব্যানার্জী, বিশিষ্ট বাচিক শিল্পী কাবেরী বসু, লেখিকা সবিতা ঘোষ, শুভ্রনীলের শিক্ষক তথা তবলা বাদক সুমিত গুহ, আকাশবাণীর যন্ত্র শিল্পী চন্দন মুস্তাফি শিশু শিল্পী সিদ্ধা ও কৌশানী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিদের বরণ করে নেন সোমাশ্রী ঘোষ, শ্রাবন্তী চক্রবর্তী, মন্দিরা ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমলেশ মণ্ডল। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন লক্ষ্মণ ঘোষ, অয়ন চক্রবর্তী, ডঃ জয়ন্ত ঘোষ, মধুশ্রী ও অঙ্কুর। ভিডিও রেকর্ডিং ও সার্বিক সহযোগিতায় ছিলেন অঙ্কুর ঘোষ। এই অনুষ্ঠান মঞ্চ থেকে চারজন কৃতী ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ঐ ছাত্রছাত্রীরা হল কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস ডাঃ তৃষা ভট্টাচার্য্য, মুম্বাই আইআইটির এম টেক ছাত্র অয়ন শেঠ, কলকাতা এসএসকেএম মেডিকেল কলেজের ছাত্রী তথা মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ থেকে ২০২৪ উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অর্জনকারী আফরিন সুলতানা এবং নদীয়ার ছেলে কলকাতা মেডিক্যাল কলেজে এমবিবিএস পাঠরত ইরফান হাবিব। এরা দরিদ্র পরিবার থেকে উঠে আসে এবং শুভ্রনীল ঘোষের পিতা শিক্ষক ডঃ লক্ষ্মণ ঘোষের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে আর্থিক সহায়তা পেয়ে সফলতা অর্জন করে। এছাড়াও ক্ষুদে অঙ্কন শিল্পী শ্রীনিকা ঘোষকে পুরস্কৃত করা হয়। এদিন শুভ্রনীলের সঙ্গীত শিক্ষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কীর্তন সম্রাট তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক সুমন ভট্টাচার্য্য শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও অনলাইনে শুভেচ্ছা জানান। সুমনবাবুর শেখানো চণ্ডীদাসের পদ ‘বঁধু কি আর বলিব আমি’ কীর্তন গান ইউটিউব চ্যানেলের সূচনায় পরিবেশিত হয়।