| |
|---|
নূর আহমেদ, মেমারি : ২৩ডিসেম্বর, শুরু হলো মেমারি উৎস। এবার ১৪তম বর্ষে পা রাখল এই উৎসব। মেমারি কলেজে প্রাঙ্গনেই অনুষ্ঠিত হচ্ছে এই মেমারি উৎসব। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়েই শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ শর্মিলা সরকার।
জানা যায় এই অনুষ্ঠান চলবে 23 শে ডিসেম্বর থেকে 4 ঠা জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন ধরনের কর্মসূচিও রয়েছে এই অনুষ্ঠানে রয়েছে। রয়েছে 300 থেকে 350 টি স্টল। বিভিন্ন ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে এই অনুষ্ঠান মঞ্চে। থাকছে বিভিন্ন বহিরাগত শিল্পী। এছাড়াও স্থানীয় শিল্পীরা পাবে বিশেষ সুযোগ এই অনুষ্ঠানে।
এদিন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা উৎসব কমিটির সম্পাদক সুপ্রিয় সামন্ত তার স্বাগত ভাষনে জানান- এই মেমরি উৎসব একটি অভিনব ব্যাপার। এই উৎসবের জন্য মানুষ এক বছর ধরে অপেক্ষা করে থাকে। তিনি আরো বলেন ৩০০ থেকে ৩৫০ টি প্রায় বাণিজ্যিক স্টল রয়েছে এখানে। 4ঠা জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। তাতে স্থানীয় শিল্পীরাও থাকবে তার মাঝে একদিন করে থাকবে বহিরাগত শিল্পীরা। তিনি আরো জানেন নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে নাইট গার্ড, ভলেন্টিয়ার, সিসিটিভি সমস্ত কিছুই রয়েছে। তিনি এদিন মেমারি বাসীকে আহ্বান জানিয়েছেন এই উৎসবের মধ্য দিয়ে উৎসাহিত হওয়ার জন্য। আগামী দিনে তাদের চলার পথ যেন ভালো হয়, মসৃণ হয় এবং সম্প্রীতি যেন বজায় থাকে এই বার্তা তিনি দেন মেমারি পৌরসভার পক্ষ থেকে ।
এছাড়াও এ দিন উপস্থিত ছিলেন মধুসূদন ভট্টাচার্য, স্বপন বিষয়ি, নিত্যানন্দ ব্যানার্জি সহ আরো অনেকে।


