|
---|
আজিজুর রহমান,গলসি : দরবারপুর তরুণ ক্লাবের পরিচালিত সৈয়দ আব্দুস সামাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী হল দুর্গাপুর রেনবো ক্লাব। বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে তারা ৪-১ ব্যবধানে টাইব্রেকারে বর্ধমান ইলেভেন স্টার ক্লাবকে পরাজিত করে।
খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। প্রথমার্ধের ৮ মিনিটে ফিরোজ হাসদার গোলের মাধ্যমে বর্ধমান ইলেভেন স্টার ক্লাব এগিয়ে যায়। তবে ২১ মিনিটে দুর্গাপুর রেনবো ক্লাবের খেলোয়াড় সানু মুর্মু এক গোল করে খেলার সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল হয়নি, ফলে ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য টাইব্রেকারের সাহায্য নিতে হয়। টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দুর্গাপুর রেনবো ক্লাব ৪-১ গোলে জয়লাভ করে সেমিফাইনালে পৌছায়। ম্যাচের সেরা নির্বাচিত হন দুর্গাপুর রেনবো ক্লাবের গোলরক্ষক জোতিন মুর্মু।