|
---|
আজিজুর রহমান, গলসি : বহুদিন উপেক্ষিত থাকার পর অবশেষে সামান্য হলেও সম্মানিত হলেন একসময়ের ফুটবলের জাদুকর সৈয়দ আব্দুস সামাদ। গলসির ভূঁড়ি এলাকায় জন্ম নেওয়া এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে দরবারপুর তরুণ ক্লাব আয়োজন করল ” সৈয়দ আব্দুস সামাদ স্মৃতি ট্রফি” ফুটবল প্রতিযোগিতা।
সোমবার বিকেলে তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খেলার সূচনা হয়। ওই প্রতিযোগিতায় রাজ্যের মোট আটটি দল অংশগ্রহণ করেছে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, এরপর অতিথি বরণ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে খেলার উদ্বোধন করা হয়।
প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় জৌগ্রাম ফুটবল একাদশ ও সারদাময়ী জুয়েলার্স। প্রথমার্ধে উভয় দলই ভালো খেলা প্রদর্শন করে। তবে দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে সারদাময়ী জুয়েলার্সের খেলোয়াড় অভিজিৎ মুর্মু একমাত্র গোলটি করেন। খেলা শেষ হওয়া পর্যন্ত জৌগ্রাম একাদশ সেই গোল শোধ করতে ব্যর্থ হয়, ফলে সারদাময়ী জুয়েলার্স ১-০ গোলে জয়লাভ করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অভিজিৎ মুর্মু।