| |
|---|
পারিজাত মোল্লা,মঙ্গলবার শিয়ালদহ সংলগ্ন টাকি গার্লস প্রাথমিক বিদ্যালয় এবং টাকি বয়েজ বিদ্যালয়ে দুটি পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিন সকালে টাকি গার্লস প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্তের তত্বাবধানে পিপি শ্রেণি থেকে পঞ্চম শ্রেণীর ক্ষুদে পড়ুয়াদের বিভিন্ন বিষয়ে পুরস্কার দেওয়া হয়। একাধারে পড়াশোনা সহ ছবি আঁকা, প্রজেক্ট প্রদর্শনী, ক্রীড়া বিভাগ বিষয়ে উৎসাহ প্রদানে পুরস্কার যেমন ছিল ঠিক তেমনি কবিতা পাঠ সমবেত গান পরিবেশনে ক্ষুদে পড়ুয়াদের দাপট ছিল চোখে পড়ার মতো । কলকাতার ১৭ নং চক্রের স্কুল পরিদর্শক সমীর মজুমদার ছিলেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি। এই বিদ্যালয়ে অভিভাবকরা জানাচ্ছেন -” নির্মল পরিবেশ গড়তে, জল সংরক্ষণ – বন সৃজন বিকাশে বিভিন্ন চিত্র বিদ্যালয় চত্বরে দেওয়া রয়েছে। যা শিশুমনে দাগ কাটতে বাধ্য”। টাকি গার্লস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত জানান -” এদিন সমস্ত পড়ুয়াদের নিয়ে বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল।প্রত্যেককেই সাধ্যমতো অংশগ্রহণ করেছে”। অপরদিকে এদিন দুপুরে টাকি বয়েজ বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দ্বিতীয় ক্যাম্পাসের দশম বর্ষপূর্তি উদযাপন করলো মহাসমারোহে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ড: স্বাগতা বসাকের নেতৃত্বে স্কুল প্রাঙ্গণে (দ্বিতীয় ক্যাম্পাস) বর্তমান এবং প্রাক্তন পড়ুয়াদের উপস্থিতিতে এক অন্য মাত্রা যোগ দেয়।রাজ্য শিক্ষা দপ্তরের বিভিন্ন শীর্ষ আধিকারিক এবং স্থানীয় কাউন্সিলর এদিন উপস্থিত ছিলেন।


