| |
|---|
সেখ সামসুদ্দিন, ৮ জানুয়ারিঃ আজই কলকাতায় সল্টলেকের আই প্যাকের অফিসে হানার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাবার বিরুদ্ধে গর্জে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ পেয়েই সারা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে প্রতিবাদ মিছিল করা হয়। জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে বাজার ঘুরে বাসস্ট্যান্ডের কাছে মিছিল শেষ করে সেখানে একটি প্রতিবাদী পথ সভা করা হয়। মিছিলে হাঁটেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, জেলার যুব সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক,জেলা পরিষদের সদস্য শোভা দে, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপ প্রধান সহ অন্যান্যরা। মিছিল থেকে ইডি সি বি আই সহ সরকারি সংস্থা গুলিকে কেন্দ্র সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে তার জবাব চাওয়া হয়। মেহেমুদ খাঁন বলেন এস আই আর নিয়ে কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে দিয়ে অন্যায় ভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। যারা কয়েক পুরুষ ধরে ভারতে বাস করছেন এই পশ্চিমবঙ্গে বাস করছেন তাঁদের এখন তারা ভারতীয় কিনা প্রমাণ করতে হচ্ছে। এতেও যখন কিছু করা যাচ্ছে না তখন আই প্যাকের অফিসে ইডি কে দিয়ে তল্লাশি চালানো হয়। শুধু তাই নয় গুরুত্বপূর্ণ নথি যার মধ্যে আগামী বিধানসভা প্রার্থী তালিকা ছিল সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। এর তাঁরা তীব্র প্রতিবাদ করছেন। কারণ বাংলাকে এই ইডি সি বি আই দিয়ে ভয় দেখানো যাবে না। এখানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সব সামলে দেবেন আর জবাব দেবে এই বাংলার মানুষ। কারণ দুটোর সময় নির্দেশ পেয়ে মাত্র এক ঘণ্টায় এই মিছিলে আগত কর্মী সমর্থকদের সংখ্যাই প্রমাণ করে দিচ্ছে আগামী বিধান সভায় কী ফল হতে চলেছে। বিধায়ক অলক কুমার মাঝি বলেন এস আই আর দিয়ে যখন কিছু করা গেলো না তখন বাংলাকে অস্থির করার জন্য ইডিকে পরিকল্পিতভাবে ব্যবহার করে কেন্দ্রের বিজেপি সরকার এই নোংরা খেলায় মেতেছে। আই প্যাকের অফিসে ইডির এই হানা সেটাই প্রমাণ করছে। কিন্তু এই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কোনো ভাবেই থামানো যাবে না। ওরা যত এরকম করবে বাংলায় ততই তৃণমূলের ভিত শক্ত হবে।


