এক শিক্ষককে পুলিশি হেনস্থার প্রতিবাদে রাজনগর থানায় অবস্থান বিক্ষোভ

মহঃ সফিউল আলম, নতুনগতি, রাজনগর:  বীরভূম জেলার রাজনগর চক্রের খোদাইবাগ প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বাইক দাঁড় করিয়ে কাগজপত্র পরীক্ষা ও বাইকের পিছনে বসা মহিলার হেলমেট না থাকার কারণে দায়িত্ব প্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গে ওই শিক্ষকের বাদানুবাদ শুরু হয়৷ পরে ওই অাধিকারিক শিক্ষককে হেনস্থা করেন বলে অভিযোগ৷ এমনকি ওই শিক্ষককে পুলিশের গাড়িতে রাজনগর থানায় আনা হয়৷ তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে৷ তার প্রতিবাদে আজ বুধবার বিকেলে রাজনগর থানায় রাজনগর ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়৷ স্মারকলিপিও জমা দেন তাঁরা৷ ওসির উপস্থিতিতে বিষয়টির নিষ্পত্তি হয়েছে বলে জানা গিয়েছে৷ শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের দাবি, যে অফিসার শিক্ষককে হেনস্থা করেছিলেন তিনি ভুল স্বীকার করেন ও দুঃখ প্রকাশ করেন৷ তবে এক্ষেত্রে দ্রুত হস্তক্ষেপ ও ওসির ভূমিকার প্রশংসা করেন শিক্ষক তথা সংগঠনের প্রতিনিধিদের একাংশ৷

    উক্ত শিক্ষক সংগঠন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে রাজনগর হজরত সাহেবের আখড়ার কাছে৷ অভিযোগ ওঠে পুলিশ এক একজনের ক্ষেত্রে এক এক রকম আইনি ব্যবস্থা নিচ্ছে গাড়ির কাগজপত্র পরীক্ষার সময়৷ ওই শিক্ষক তারই প্রতিবাদ করেছিলেন৷ বুধবার শতাধিক শিক্ষক অবস্থান বিক্ষোভ দেখান ও কয়েকজন প্রতিনিধি স্মারক লিপি জমা দিতে যান৷ ওসি তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করেছেন এবং বিষয়টি আজ মিটে যায়৷ তারপরই শিক্ষকরা অবস্থান বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নেন৷ ওই অফিসারও তাঁর ভুল স্বীকার করে নেন বলে জানান শিক্ষকরা৷ এবিষয়ে পুলিশের প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি৷ আগামীতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেবিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা৷