মেমারি শহর তৃণমূল কংগ্রেসের বাংলার যুব শক্তি টিম গঠন করা হয়

সেখ সামসুদ্দিন : রাজ‍্য যুব সভাপতি অভিষেক ব‍্যানার্জী বাংলার যুব শক্তি টিম ঘোষণার পরেই মেমারি শহর তৃণমূল সভাপতি সৌরভ সাঁতরা উদ‍্যোগী হল মেমারি পুরশহরে যুব শক্তির টিম গঠন করতে। মেমারি থানার বিপরীতে আইএনটিটিইঊসি অফিসে একটি সভা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক বোর্ড সদস‍্য সুপ্রিয় সামন্ত, পূর্ব বর্ধমান জেলা যুব কার্যকরী সভাপতি তথা মেমারি শহর যুব শক্তির কনভেনার শ্রীমন্ত রায়, আইটিসেলের সদস‍্য প্রসুন দাস, ১৪নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার রঞ্জিত বাগ, সেখ ইউসুফ সহ সদস‍্যবৃন্দ। এদিন শহর যুব সভাপতি সৌরভ সাঁতরার অধীনে পাঁচজনের একটি বাংলার যুব শক্তি টিম গঠন করা হয়। পাঁচজনের মধ‍্যে আছে শিলাদিত‍্য সামন্ত, পায়েল শেঠ, সেখ সাহেব, ঋতম সু ও তপোময় ঘোষ। এই টিমে যোগদান করার অন‍্যতম শর্ত রাখা হয়েছে ১৮ থেকে ৩৫ বছর। শ্রীমন্ত রায় জানান বাংলার যুব শক্তি কোন রাজনৈতিক সংগঠন নয় বা তৃণমূলের কোন শাখা সংগঠন নয়। এই যুব শক্তির সদস‍্যরা লকডাউনে অসুবিধায় পড়া বা বয়স্ক মানুষদের সাহায্যার্থে এই টিম কাজ করবে। এই টিমে দলমত নির্বিশেষে যে কোন যুবক যুবতী অংশগ্রহণ করতে পারে। আজ এই মঞ্চে বেসরকারী সংস্থার কর্মী শিলাদিত‍্য সামন্ত ও মেমারি কলেজের আংশিক সময়ের অধ‍্যাপিকা পায়েল শেঠ তৃণমূলের পতাকা তুলে নিয়ে দলে যোগদান করেন।