|
---|
আব্দুস সামাদ, জঙ্গিপুর:- জঙ্গীপুর পৌরসভার 10 ওয়ার্ডের মির্ধাপাড়া এলাকায় বজ্রপাতের জেরে মৃত্য 1 আহত 22 জন। (আহতের সংখ্যা বাড়তে পারে) স্থানীয় সুত্রে খবর প্রচন্ড গরমের জন্য আম বাগানে তারা যায়। হটাৎ বৃষ্টি সুরু হওয়ায় তারা গাছের নিচে আশ্রয় নেয়।এমন সময় বজ্রপাত ঘটে। আহতদের জঙ্গীপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হলে জরুরী বীভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করে।বাকিদের চিকিৎসা চলছে জঙ্গীপুর মহাকুমা হাসপাতালে। এই নিয়ে শোকের ছায়া নেমে এসেছে জঙ্গিপুর বাসীদের মধ্যে। আজ কে নিহিত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপুষ্ঠিত হন পশ্চিম বঙ্গ সরকারের শ্রম দপ্তরের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন,জঙ্গিপুর পৌরপ্রসাসক মাজহারুল ইসলাম,জঙ্গিপুর সংসদ খলিলুর রহমান ও এছাড়াও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা । আজকে পরিবারের প্রতি সমবেদনার সাথে সাথে প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন নিজস্ব তহবিল থেকে নিহত ব্যাক্তির স্ত্রীর হাতে নগদ ১ লক্ষ্য টাকা তুলে দেন এবং আশঙ্কা জনক আহত ব্যক্তিদের ২৫ হাজার ও স্বল্প আহত ব্যাক্তিদের ১০ হাজার টাকা তিনি অনুদান দেন। ছাড়াও প্রাক্তন মন্ত্রী,সংসদ,পৌর প্রশাসক জানান তিনারা সর্বদা নিহিত পরিবারের পাশে থেকে সমস্ত সমস্যার সমাধান করবেন।