|
---|
কয়েকশো হরিজন পরিবারের ছাত্র ছাত্রীদের হাতে খাতা কলম
নতুন গতি,মালদা-রবিবার ইংরেজবাজার শহরে কয়েকশো হরিজন পরিবারের ছাত্র ছাত্রীদের হাতে খাতা, কলম এবং মিষ্টির প্যাকেট তুলে দেন সবার প্রিয় ” কাজল স্যার “। ইংরেজবাজার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং জেলা তৃণমূল এর অন্যতম নেতা কাজল গোস্বামী বলেন, ” আমি রুগী কল্যান সমিতির চেয়ারম্যান বা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হলেও জেলায় আমার পরিচিতি একজন শিক্ষক হিসেবে। আমি আমার শিক্ষকতার জীবনে বহু ছাত্র ছাত্রীর সংস্পর্শে এসেছি, ভেবে ভালো লাগে কয়েক হাজার ছাত্র ছাত্রী আমার আজ সুপ্রতিষ্ঠিত। এই করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকার কারনে এবং অভাবে এই দিন আনা দিন খাওয়া বাবা মায়ের এই সন্তানরা ধীরে ধীরে পড়াশুনো থেকে সরে যাচ্ছে। এরপর এরা ড্রপ আউট হয়ে যাবে স্কুল থেকে আর অশিক্ষার অন্ধকারে হারিয়ে যাবে, তাই ওদের এই খাতা, কলম দিয়ে উৎসাহ দেওয়া, সকলকে এদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন কাজোল স্যার।