|
---|
মুর্শিদাবাদের ভগবানগোলায় ১০০ দিনের পুকুর কাটাতে কেন্দ্র করে সংঘর্ষ, আহত একাধিক
আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : দীর্ঘদিন ধরে মানুষ কর্মহীন হয়ে বাড়িতে আবদ্ধ আছে, কাজ কর্ম না থাকায় দিন চালানো মুস্কিল হয়ে গেছে সাধারণ পরিবার গুলোর, এই রকম অবস্থায় যে যেমনই কাজ পাক না কেনো সেটাই করতে লাগছে, কারণ সংসার চালানো মুস্কিল হয়ে গেছে। দীর্ঘ দিন ধরেই সরকারের ১০০ দিনের কাজের প্রকল্প আছে, যদিও আগে অল্প সংখ্যক মানুষ এই ১০০ দিনের কাজ করত কিন্তু এই মহামারী আসার পর কর্মহীন হয়ে যাওয়ার কারণে সব ধরণের মানুষ এই ১০০ দিনের কাজ পাওয়ার জন্য ছোট ছুটি করেছ।
অনেক বেশি পরিমাণ মানুষ এই ১০০ দিনের কাজের জন্য আগ্রহী হওয়ার কারণে পঞ্চায়েতের দায়িত্বশীলরা নিজের ইচ্ছা মতো মানুষদের বেছে বেছে কাজে লাগাচ্ছে। যার কারণে বহু এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আছে অনেক জায়গায় ঝামেলা হয়েছে তার পর থেকে কাজ বন্ধ হয়ে পড়ে আছে।
এবার আরো রহস্যময় কিছু বেরিয়ে এলো, প্রথমত নিজের ইচ্ছা মতো কাজে লাগিয়েছে তার পর যতো পরিমাণ লেবার লাগিয়েছে তার চাইতে বেশি পরিমাণ লেবার খাতায় লিপিবদ্ধ করেছে। এমনি অভিযোগ উঠে এলো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত মৌচথারি গ্রাম পঞ্চায়েতের বাথানপাড়া গ্রামে।
গতকাল রবিবার বাথানপাড়া গ্রামের ১০০ দিনের কাজের দায়িত্বশীল আনিকূল ইসলামের বিরুদ্ধে লেবার চুরি জালিয়াতির অভিযোগে লেবার গননা করতে পথে নামে গ্রামবাসী।আনিকূল ইসলামের বিরোধিতা করার ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়, ৩ জন গ্রাম বাসি লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাদেরকে জখম করে দেওয়ার পর গ্রামবাসী কে ধমক দেওয়া হয় এর পর যদি আবার কেও আসে তাদের কেউ এই রকম করা হবে।