একমাস যাবৎ বর্ষাকালীন বৃক্ষদান ও কৃক্ষরোপন কর্মসূচি চলছে নারায়ণপুরে

নিজস্ব সংবাদদাতা : একমাস যাবৎ বৃক্ষদান ও কৃক্ষরোপন কর্মসূচি চলছে নদিয়ার নারায়ণপুরে। বর্ষাকালীন একমাস এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে দুই নম্বর করিমপুর ব্লকের একটি সেচ্ছাসেবী সংগঠন ‘আশার আলো’। তারা বছরের বিভন্ন সময়ে নানান ভাবে মানুষের পাশে দাঁড়ায়। কখনো দরিদ্রদের অন্ন, বস্ত্র দিয়ে; কখনো রক্তদান, আবার কখনো বৃক্ষরোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাধ্যমতো অতি সক্রিয় ভূমিকায় দেখা যায় তাদের।

    গতবছরে পয়লা জুলাই থেকে একমাস এইভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি চালিয়েছিল। এই বছরেও এই জুলাই মাস জুড়ে এই কর্মসূচি তারা হাতে নিয়েছে। দুই নম্বর করিমপুর ব্লকের নারায়ণপুর গ্রাম লাগোয়া জলঙ্গী নদীর পাড়ে লাগানো হয়েছে মেহেগুনি গাছ, যাতে পাড় ধসের সম্ভাবনা কমে যায়। এবছর এভাবেই কর্মসূচির সূচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ‘আশার আলো’ সংগঠনের সভাপতি মিলন মিঁয়া, সহ সভাপতি সাইফুল ইসলাম খান, এক নম্বর নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি সমাজসেবী শরিফুল ইসলাম হালসানা ছাড়াও ছিলেন হান্নান বিশ্বাস, আসাদ আলী খান, তারিফুল মিয়া, হাবিবুর শেখ, সুজন মোল্লা এবং সংগঠনের সদস্যরা।

    এই কয়দিনে বিভিন্ন ফুল ও ফল গাছের চারাও রোপন করা হচ্ছে প্রয়োজনীয় ফাঁকা জায়গায়। বৃক্ষপ্রেমীদের তথা প্রয়োজনবোধে বাড়ি বাড়ি গিয়েও ফুল ও ফল গাছের চারা দিচ্ছে ‘আশার আলো’ বলে জানিয়েছেন কর্ণধার নৃত্যশিল্পী মিলন মিঁয়া।