|
---|
নিজস্ব সংবাদদাতা:মা কোথায় থাকবে তা নিয়ে বিবাদের জেরে দাদার হাতে আক্রান্ত ভাই। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ইংলিশ বাজার থানার মহেশপুর বাগানপাড়া এলাকায়। জানা গেছে আক্রান্ত ভাইয়ের নাম বিশ্বজিৎ সরকার। জানা যায় রবিবার রাতে বিশ্বজিৎ বাবু বাড়ি ঢুকতেই তার দাদা বিপ্লব চন্দ্র সরকার ইট এবং লাঠিসোটা নিয়ে তার ওপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় তাকে। আক্রান্ত বিশ্বজিৎ সরকারের অভিযোগ, তার মা কোথায় থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরে দাদা ভাইয়ের বিবাদ। রবিবার রাতে বাড়ি ঢুকতেই আচমকা তার দাদা হামলা করে। মাথা এবং পায়ে গুরুতর চোট পাই সে। জানা গেছে এই ঘটনায় ইংলিশবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।