|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : তীব্র গরমে আবহাওয়া দপ্তর লাল সতর্ক জারি করেছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে জীবনের বাজি রেখে স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার ও সদস্যরা রাস্তায় নেমে দহনের মোকাবেলা করলে। ২৮ এপ্রিল সকাল ১১টায় বর্ধমান শহরের ম্যালেরিয়া অফিস কালীমন্দির থেকে যাত্রা শুরু করে শহরের বিভিন্ন এলাকায় প্রধানত তেলিপুকুর, কার্জন গেট, বর্ধমান স্টেশন, রানীগঞ্জ বাজার ও হাসপাতাল চত্বরে পথ চলতি কর্মরত শ্রমিক, ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার , টোটো চালক, রিকশা ভ্যানচালক এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী ও তাদের অভিভাবক সহ মোট এক হাজার জন মানুষকে একটি করে ঠান্ডা জলের বোতল ও একটি করে ওআরএস এর প্যাকে তুলে দেয়া হয়। এর পাশাপাশি অসহায় পথ পশুদের খাওয়ানো হয় জল ও বিস্কুট। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান এই প্রচন্ড দাবদাহে সমস্ত পথচলিত মানুষদের আরাম দিতে পুরো গ্রীষ্মকাল জুড়ে নিয়মিতভাবে আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সুদূর কাটোয়া থেকে উপস্থিত ছিলেন পরিতোষ দাস এবং সবুজের অভিযান ফাউন্ডেশনের তরফে অনির্বাণ নন্দী। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বর্ণালী দাস, চৈতালী ঘোষ, অর্পিতা প্রমুখ।সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, পথ চলতি মানুষদের গরমের হাত থেকে মুক্তি দিতে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা গুলিকে এ ব্যাপারে আরও সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।