খাগড়াগড় মাদ্রাসায় ধর্মীয় জলসার আয়োজন

আজিজুর রহমান,বর্ধমান : বর্ধমানের খাগড়াগড়ে মাদ্রাসা দ্বিনিয়া মাদানিয়াতে দস্তরবন্দী জলসা অনুষ্ঠিত হল। শনিবার বাদ মগরিব ক্কারী সামিম সাহেব পবিত্র কোরআান পাকের আয়াত পাঠ করে জলসা শুভ সুচনা করেন। শুরুতেই জলসায় আগত অতিথি ও আলেমগনদের বরন করে নেন মাদ্রাসার শিক্ষকরা। এর পরই মাদ্রাসার ছাত্ররা অনুষ্ঠান মঞ্চে উর্দু, বাংলা গজল পরিবেশন করে। সাথে সাথে ইংরাজী, আরবী ও হিন্দিতে ইসলাম ধর্মের কথা জনসম্মুখে তুলে ধরেন মাদ্রাসার তালেব- ই – ইলম রা। অনুষ্ঠানে আগত বক্তাগন আল্লাহর পবিত্র বানী ও রসুল মহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের সুন্নতের নীতি ও আদর্শের কথা জনসম্মুখে তুলে ধরেন। তারা বলেন, আল্লাহ নির্দেশ ও নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের সুন্নাহ কে ধরে থাকলেই আমাদের জীবন সার্থক হবে। এরপরই কোরআনের মোকালামা অর্থাৎ পবিত্র কোরাআন শরীফ গবেষণা মুলুক একটি অভিনয় এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মঞ্চ থেকে এদিন ১৫ জন মাদ্রাসার হাফেজ কে পাগড়ি প্রাদন করা হয়। মাদ্রাসার সম্পাদক, ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ক্কারী আজিজুর রহমান, হেড মৌলানা ইসরাফিল সাহেবের ও সমগ্র শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ওই ধর্মীয় জলসা স্বার্থক হয়েছে। ক্কারী আজিজুর রহমান সাহেব সবসময় ছাত্রদের পড়াশোনার প্রতি বেশি নজর দেন। তাই ওখানে ১২০ জন আবাসিক ছাত্র সব রকমের পড়াশোনা করতে পারে। ক্কারী আজিজুর রহমান বলেন, দায়িত্ব পাবার পর থেকে তারা ওই জলাসার আয়োজন করে আসছেন।  তিনি জানিয়েছেন, মাদ্রাসায় দ্বিনী পঠন পাঠনের সাথে সাথে বাংলা ইংরাজী সহ বিভিন্ন ভাষা শিক্ষা দেওয়া হয়। সাথে সাথে সবাইকে মাদ্রাসাতে কমপিউটার শিক্ষাও দেওয়া হয়। তাছাড়া তাদের ছাত্ররা স্কুল কলেজের সাথেও যুক্ত আছে। বর্তমানে পরিকাঠামোর উন্নয়নের জন্য একটি মেহেমানখানা, একটি ছাত্রাবাস ও বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন আছে। এতে স্থানীয় সহ আশপাশের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।