|
---|
সাস্থ্যসাথী কার্ডে মাত্র দুই দিনে অপারেশন অসহায় আদিবাসী ছোট্ট বাচ্চার
সাকিব হাসান, বাসন্তী: মাত্র ২ দিনের মধ্যেই ছোট্ট অসহায় বাচ্চা আকাশ সরদারের অপারেশন তথা চিকিৎসা পরিষেবা মিলেছে সাস্থ্যসাথী কার্ডে। অসহঅয় পরিবারের পাশে পরিষেবায় সহযোগিতা করতে জ্যোতিষপুর গ্ৰামপঞ্চায়েতের ২১৬ নং বুথ তথা ১২ নং সংসদ এ অসহায় আদিবাসী পরিবারের পারিবারিক প্রধানা আদুরি সরদার এর নামে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সহৃদয় আধিকারিক মহাশয়গণ এঁর আন্তরিক ব্যবস্থাপনায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মহান উদ্যোগ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় স্বাস্থ্যসাথী কার্ড এর ব্যবস্থা করলেন জেলা পরিষদ সদস্যা শঙ্করী মণ্ডল মহাশয়া। তিনি বলেন মঙ্গলময়ী ঈশ্বরেরকাছে প্রার্থনা, আকাশ সরদার যত দ্রুত সম্ভব সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠুক।