|
---|
নতুন গতি নিউজ ডেস্ক :মালদহ কলেজের প্রাক্তনী সংসদের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা তুলে দেওয়া হল কলেজ কর্তৃপক্ষের হাতে। কলেজের কেন্দ্রীয় কম্পিউটার ল্যাবরেটরি তৈরির জন্য এই আর্থিক সাহায্য ব্যয় করা হবে বলে জানা গিয়েছে। মালদহ কলেজ প্রাক্তনী সংসদের সম্পাদক প্রদীপ বাগচী বলেন, সম্প্রতি ৭৫ বছর পূর্ণ করেছে মালদহ কলেজ। প্রাক্তনী হিসাবে আমাদের কলেজের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে। সেই কারণেই প্রাক্তনী সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও কলেজের উন্নতির ক্ষেত্রে সব রকম ভাবে প্রাক্তনী সংসদ পাশে থাকার চেষ্টা করবে বলে জানান প্রদীপবাবু। মালদহ কলেজের অধ্যক্ষ মানস বৈদ্য বলেন, আমরা কলেজের পক্ষ থেকে প্রাক্তনী সংসদের কাছে কলেজের উন্নতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলাম। প্রাক্তনীরা যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমরা অভিভূত। প্রাক্তনী সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রতি বৃহস্পতিবার প্রাক্তনী সংসদের দপ্তর মালদহ কলেজে খোলা হবে। বিকাল চারটা থেকে এই দপ্তর খোলা হবে। যেকোনো প্রয়োজনে প্রাক্তনীরা সেখানে যোগাযোগ করতে পারেন।