রাস্তার দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে মারধর হরিশ্চন্দ্রপুরের স্থানীয় সাংবাদিককে

হরিশ্চন্দ্রপুর নিজস্ব সংবাদ দাতা,১ অক্টোবরঃ নিম্নমানের সাম্গ্রী দিয়ে রাস্তা তৈরি করার ফলে কয়েক মাসের মধ্যেই ফাটল ধরে যায়।টিকাদারের বিরুদ্ধে অভিযোগ করা হয়। ফাটল ধরে যাওয়া রাস্তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়া হয়। ভিডিও ঘুরতে থাকে মোবাইল থেকে মোবাইলে।

    অভিযোগ কারি সফিকুল ইসলামকে একা ডেকে ঠিকাদার পঞ্চায়েতে মারধর করে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার প্রায় সাড়ে ৪ টা নাগাদ ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে।বিশেষ সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমত পুর গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম ও গ্রামবাসীরা হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা সঞ্জীব গুপ্তা নামে এক রাস্তা মেরামতকারি ঠিকাদারের বিরুদ্ধে প্রায় দুই থেকে তিন মাস আগে হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের বিডিও অনির্বাণ বসুর কাছে লিখত অভিযোগ করেন। তার আগে সফিকুল ইসলাম ফাটল ধরে যাওয়া রাস্তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করেন। এর পর থেকে সফিকুল ইসলামের কাছে ফোনে হুমকি আসতে থাকে।সে ভয়ে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটি তুলে নেন।

    এদিন তাকে কাজ দেওয়ার নাম করে একায় পঞ্চায়েতে ডেকে মারধর করে। গোপনাঙ্গে লাথি মেরে রকাক্তা করে অজ্ঞান করে দেয়।পুলিশকে ধরিয়ে দেওয়ারও হুমকিও দেয়।রক্তাত্ত অবস্থায় স্থানীয়রা সফিকুলকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে ডাক্তারবাবুরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন।ঠিকাদারের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় তার পরিবার অভিযোগ দায়ের করেছেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জীব কুমার দাস তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।