|
---|
শেখ আতিউল্লা , চন্ডীপুর , পূর্ব মেদিনীপুর: আজকাল সামাজিক সচেতনতা ক্রমে বাড়ছে। কেউ কেউ ছেলের অন্নপ্রাশনে, মেয়ের বিয়ের সামাজিক অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করছেন। সাম্প্রতিক কালে এমন কিছু কিছু স্কুল ও কলেজে চলছে রক্তদান থেকে শুরু করে চক্ষুশিবির পরিক্ষা ৷ তাই নন্দীগ্রাম কলেজের তৃণমূল ছাত্র পরিষদ এর প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষ্যে সাড়া কলেজ জুড়ে আয়োজিত হয়ে রক্তদান শিবির ৷
আমাদের রাজ্যে এখনও যথা সময়ে পর্যাপ্ত রক্ত না মেলার কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটে। এ বিষয়ে সচেতনতার প্রচার করা হলেও সব ক্ষেত্রে যে সাফল্য মেলে এমনটা নয়। বিরল গ্রুপের রক্ত হলে সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে। তা-ও রক্তদান নিয়ে অনেক মানুষের মনেই দ্বন্দ্ব রয়ে যায়।
অনেকেই মনে করেন, মেয়েদের রক্তদান করা উচিত নয়। এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে ভারতীয় মহিলাদের একটি বড় অংশ রক্তাল্পতা এবং অপুষ্টির শিকার। সেই কারণে তাঁদের শরীর থেকে রক্ত নেওয়া যায় না। কিন্তু কোনও প্রাপ্তবয়স্ক মহিলা যদি সব দিক থেকে সুস্থ থাকেন, তিনি অবশ্যই রক্তদান করতে পারেন। এতে স্বাস্থ্যের কোনও ক্ষতি হয় না। রক্তদান মহৎ দান , রক্তদানে বাঁচুক সবার প্রাণ ৷