পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা,পর পর দু’টি পুরসভায় একই ছবি, ভাল চোখে দেখছে না তৃণমূল নেতৃত্ব

মালদা ১ সেপ্টেম্বর: পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন দলের কাউন্সিলররাই। পর পর দু’টি পুরসভায় একই ছবি, ভাল চোখে দেখছে না তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, সোমবার ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার তৃণমূল কাউন্সিলরদের তলব করেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর আড়াইটে নাগাদ বিধানসভাতে তাঁদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    দলীয় সূত্রে খবর, গত দু’দিন ধরে মালদহ জেলা তৃণমূলের পর্যবেক্ষক গোলাম রব্বানি ও জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার জট ছাড়াতে ম্যারাথন বৈঠক করেছেন। কিন্তু তাতে কোনও সমাধান সূত্র বের হয়নি। দুই পুরসভার প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে অনড় তৃণমূল কাউন্সিলররা। এরপরই বিষয়টি রাজ্য নেতৃত্বর কানে তোলেন তাঁরা। তার জেরেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাউন্সিলরদের ডেকে পাঠিয়েছেন বলে খবর।