|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ ১লা সেপ্টেম্বর বর্ধমান পূর্ব সাঃ জেলায় ”সংগঠনাত্মক নির্বাচন – 2019”, জেলা কর্মশালা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপূর লোকসভার সাংসদ এস এস আহলুবালিয়া,রাজ্য সম্পাদক দীপাজ্ঞন গুহ,রাজীব ভৌমিক,বর্ধমান পূর্ব জেলা সাংগঠনিক সভাপতি কৃষ্ণ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ তৃণমূল থেকে ২৬৫ জন কর্মী বিজেপি তে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ এস এস আহলুবালিয়া,রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, রাজীব ভৌমিকভৌমিক,বর্ধমান পূর্ব জেলা সাংগঠনিক সভাপতি কৃষ্ণ ঘোষ।