|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: বীরভূম জেলার রাজনগর থানার অন্তর্গত বড়বাজার লাগোয়া বণিকপাড়ায় এক প্রবীণ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়৷ মৃতের নাম সুধীর দে৷ বয়স প্রায় ৯০ বছর৷ তিনি বাড়িতে থাকা বন্দুক এর মাধ্যমে ‘ আত্মঘাতী ‘ হয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে৷ গতকাল রবিবার রাত্রি সাড়ে ৯ টার পর বিষয়টি জানাজানি হয়৷ খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছয় রাজনগর থানার পুলিশ৷ ভিড় করেন এলাকার মানুষজন৷
সুধীর বাবুর মৃতদেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়৷ তদন্তে নেমে পুলিশ সবদিক খতিয়ে দেখতে শুরু করেছে৷ বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ বয়স জনিত রোগের কারণে তিনি মানসিক অবসাদে কিছুটা ভুগছিলেন৷ তবে তাঁর এই রুপ মৃত্যুতে কিছুটা হলেও রহস্য থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ৷ যথাযথ পুলিশি তদন্ত হলে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি অনেকখানি পরিস্কার হতে পারে৷ সেই সাথে রহস্যের কিনারাও হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়দের অনেকে৷