বানের জলে ভেসে গেল উত্তর কলকাতার আহিরীটোলা জেটি,অল্পের জন্য প্রাণ রক্ষা বহু মানুষের

নতুন গতি নিউজ ডেস্ক : বানের জলে ভেসে গেল উত্তর কলকাতার আহিরীটোলা জেটি ঘাট। গতকাল বেলা ১২টা নাগাদ জোয়ারের জলের তোড়ে ভেসে যায় মূল জেটির অংশটি। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে জানা যাচ্ছে, ওই জেটিতে কর্মরত এক কর্মী এই ঘটনায় আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ইএসআই হাসপাতালে। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন স্থানিয় কাউন্সিলর বিজয় উপাধ‍্যায়। মন্ত্রী শশী পাঁজা,তিনি বলেন ভয়ের কিছু নেই,

    মনে করা হচ্ছে বানের তীব্রতার ফলেই ভেঙে যায় জেটিটি। অতীতে বহুবার গঙ্গায় বানের ধাক্কা সামাল দিয়েছে জেটিটি। তবে আজ কেন এমন ধরাশায়ী হইয়ে পড়ল তা নিয়েই প্রশ্ন উঠছে। যেহেতু বান আসার খবর আগে থেকেই ছিল, সেই কারণে জেটিতে থাকা লোকজনদের মূল রাস্তায় নিয়ে যাওয়া হয়, ফলে বিপদ অনেককাংশেই এড়ানো গেছে বলে খবর।