|
---|
নতুন গতি নিউজডেস্ক: কর্মজীবনের প্রারম্ভেই তা পরিলক্ষিত। সেটাই তার জীdবনের আধার ও লক্ষ্য হয়ে ওঠে। বিগত চার বৎসরে ভারতের ২২ টি রাজ্য এবং বিদেশের ২০টি জায়গায় তার কর্মযঞ্জে তা প্রকাশ্যমান। চলার পথে কিছু শিক্ষক – শিক্ষিকা, কিছু সংগ্রামী ব্যক্তিত্বময় মানুষ, পুলিশ প্রশাসনিক আধিকারিক, কিছু শিল্পী এবং কিছু সেবাপরায়ণ মানুষ ও নানা ধর্মের মানুষের সান্নিধ্য তার পথকে সুন্দর করে তুলেছে। শ্রী অরুপ মুখার্জির
আগামী কর্মসূচি সুবৃহৎ, যা তিনি তার টিমের সহিত একত্রে করার পরিকল্পনা করছেন। প্রসঙ্গত উল্লেখ্য – সুন্দর বনে বাঘের খাদক হয়ে পড়া অসহায় মানুষ ও পরিবারের জন্য , পুরুলিয়ায় জঙ্গল মহলের সবর জাতিদের জন্য, জেলের কয়েদীদের নিয়ে, এ্যসিডে পোড়া, গৃহবিবাদ, সেক্স-কর্মীদের, এবং রুপান্তর কামীদের জন্য। মূলতঃ – সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত, অত্যাচারিত মানুষের জন্য, এবং সমাজের পরিকাঠামোয় রয়েছেন গুরুত্বপূর্ণ ও উজ্জ্বল
ব্যক্তিত্বদের সন্মানিত মাধ্যমে তাদের সামনে তুলে ধরা মূল লক্ষ্য। মানবাধিকারে সোচ্চার এক সংগ্রামী ব্যক্তিত্ব শ্রী অরুপ মুখার্জি আগামী কর্মপথ সুদৃঢ় ও সফল হোক এই শুভকামনা। নিউজ বেঙ্গল অনলাইন মিডিয়ার পক্ষে থেকে তার এই মহান কাজ গুলি আরো সুদৃরো হোক।